শনিবার, ২০ মার্চ, ২০১০
আপ্পাচান ও তাঁর নারকেল গাছে ওঠার যন্ত্র
ভারতের কেরালা রাজ্যনিবাসি এম জে জোসেফ আপ্পাচান তৈরী করেছেন এই আশ্চর্য যন্ত্র। এই সহজ এবং নিরাপদ যন্ত্রটির মধ্যে রয়েছে, পা রাখার জন্য ইস্পাতের তৈরী দুটি প্যাডেল, যা জোড়া রয়েছে ধাতব তারের মাধ্যমে। এই যন্ত্রের সাহায্যে ৪০ মিটার উঁচু নারকেল গাছে, যে কেউ উঠে পড়তে পারেন মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে। স্বাভাবিক ভাবে উঠতে এর দ্বিগুন সময় লাগে। এই যন্ত্রের সাহায্যে গাছে উঠে আপনি পাড়তে পারেন নারকেল, স্প্রে করতে পারেন ওষুধ ও কীটনাশক, অথবা করতে পারেন পাতা ছাড়ানোর কাজ। কেরালা রাজ্যে প্রথাগতভাবে নারকেলগাছে ওঠার কাজ করতেন যে 'থান্ডান'-রা, তাঁরা অনেকেই অন্যান্য জীবিকায় বেশী উপার্জনের সুযোগ পেয়ে, এই বিপজ্জনক জীবিকাটি ছেড়ে দিচ্ছেন। ফলে নারকেল পাড়ার লোক পাওয়া দায় হয়েছে। মজুরিও বেড়ে গেছে প্রায় দশগুণ। এমতাবস্থায় আপ্পাচানের যন্ত্রটি নারকেল চাষিদের কাছে পরিত্রাতা রূপে হাজির হয়েছে। আপ্পাচান অবশ্য এই আবিষ্কারের মূল কৃতিত্ব, তাঁর বাবাকে দিয়েছেন। তিনি বলেন "গোটা কৃতিত্ব আমার বাবার। মূল যন্ত্রটি ওঁরই তৈরী। আমি শুধু কিছু প্রয়োজনীয় পরিবর্তন করেছি মাত্র।" আপ্পাচানের প্রথাগত শিক্ষা খুবই অল্প হলেও, মাথায় ভরা প্রযুক্তির পোকা। খুব অল্প বয়সে নিয়ে নেন মেটাল স্মিথের একটি ট্রেনিং। এখানেই তিনি শেখেন লোহা ও ইস্পাত গলাতে ও বাঁকাতে। ২০০৬ সালে গড়ে তোলেন নিজের কর্মশালা। বর্তমানে একটি যন্ত্রের দাম পড়ে লোহার তৈরী হলে ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০০ টাকা। ইস্পাতের তৈরী যন্ত্রের দাম কিছু বেশি পড়ে। এই যন্ত্রটি বাজারে বিপণন করছে 'সেন্ট্রাল কোকোনাট বোর্ড' এবং 'দ্য কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ'।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন