সবার সাবধানবাণী ও উপদেশ উপেক্ষা করেই ২০০৮ সালের পুজোটা কাটালাম দার্জিলিং-এ। প্রথম দিন থেকেই আমাদের সঙ্গী হয়েছিল কুয়াশা আর মেঘ। দ্বিতীয় দিনে সাথি হল বৃষ্টি। তাই তৃতীয় দিনে দার্জিলিং থেকে কালিম্পং হয়ে চলে এলাম লাভায়। লাভায় এসে মনে হল আমাদের উপর প্রকৃতি দেবীর ক্রোধ বোধহয় কিঞ্চিত প্রশমিত হয়েছে। তাই পরের দিন রিশপ পর্যন্ত পাহাড়ী পথ পায়ে হেঁটে অর্থাৎ ট্রেক করে যাবার সিদ্ধান্ত নিলাম। লাভা থেকে ঋষভ ট্রেকিং করে চলার পথে যা দুচোখে পড়ল, চেষ্টা করলাম যতটুকু পারি ক্যামেরায় বন্দি করে রাখতে।
লাভার সকাল
রোদে ঝলমল করছে বৌদ্ধমঠ
এই রে কুয়াশা আসছে!
রিশপের রাস্তা থেকে। কুয়াশারা ওখানেই পড়ে থাক!
লাভার নৈসর্গিক ল্যান্ডস্কেপ। এখানেও সঙ্গীন উঁচিয়ে মোবাইল টাওয়ারের দাপট...
পার্বত্য নিসর্গের মাঝে...
একটু 'জুম' করে...
চলো, হারিয়ে যাই...
কুয়াশাটা দেখছি পিছু ছাড়বে না...
আমি এখানে---
রিশপে কুয়াশা জব্দ...
রিশপে পাহাড়ী ফুলের ডালি...
ক্লান্ত পায়ে লাভায় ফিরে...
রিশপ লাভা থেকে অনতিদূরে অবস্থিত একটি পাহাড়ী গ্রাম, যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও নানা পাহাড়ী ফুলের প্রাচুর্যের কারণে, একটি নেচার রিসর্টের মর্যাদা পেয়েছে। লাভা থেকে ঋষভ যাবার পথ, পাহাড়ী কাঁচা রাস্তা, যা দিয়ে শুকনো মরসুমে, জিপ জাতীয় গাড়ী চলতে পারে। কিন্তু রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটে যাওয়া, জিপের প্রানান্তকর ঝাঁকুনির থেকে অনেক বেশী উপভোগ্য। লাভা সম্পর্কে জানতে নিচের ওয়েব সাইটটা দেখুন:
http://bengali.webdunia.com/entertainment/tourism/bangladarshan/0704/22/1070422015_1.htm
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন