সোমবার, ২২ মার্চ, ২০১০

কিছু এলোমেলো ছবি

গত দশবছরে নানা হুজুগে অনেক ছবি তুলেছি। বেশির ভাগ ছবিই দলবদ্ধতার জোরে ঠাঁই করে নিয়েছে কোন না কোন ফটো অ্যালবামে। কিন্তু কিছু মুখচোরা ছবি থেকে গেছে যাদের স্বজাতির লোকবলের অভাবে, ঠাঁই পায়নি কোন অ্যালবামের পাতায়; একা একা ব্রাউনপেপারের খামের মধ্যে দিন কাটানোই যেন তাদের ভবিতব্য হয়ে গিয়েছিল। কাল ঝোঁকের মাথায় ধুলো ঝেড়ে এদের জড়ো করে নিয়ে বসলাম স্ক্যানে চাপাতে; উদ্দেশ্য এইসব ঘরছাড়াদের একটা স্থায়ী ঠিকানা দেওয়া। সেই সব ছবিগুলোই শেয়ার করলাম এখানে। কিছু ছবি প্রায় দশ বছরেরও বেশি পুরনো, কমদামের কালার ফিল্মে তোলা, সস্তা ম্যানুয়াল যন্ত্রে প্রিন্ট করা। তাই গ্রেন ও রঙের তারতম্য এই ছবিগুলোর পাকাপোক্ত বৈশিষ্ট। দেখুন কেমন লাগে।

দুর্গাপুরে দামোদরের তীরে

দুর্গাপুর ব্যারেজ

দক্ষিণেশ্বরের গঙ্গায় সূর্যাস্ত

গঙ্গাবক্ষ থেকে হাওড়া স্টেশন

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ

অযত্নে ফুটে থাকা ফুলেরা

ঝরে পড়া কাগজফুল (বোগেনভিলিয়া)

কোন মন্তব্য নেই: