১৪ই মার্চ, মহাবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিবস। ১৮৭৯ সালে আজকের দিনে জার্মানির উল্ম-এ এক ইহুদি পরিবারে তাঁর জন্ম। তাঁর আবিষ্কৃত আপেক্ষিকতাবাদের তত্ত্ব এবং ভর-শক্তি সমতুল্যতা সমীকরণ, তাঁর পরিচয়ের সাথে প্রায় একাত্ম হয়ে গেছে। তাঁর সারা জীবনব্যাপী, অসংখ্য গবেষণার মধ্যে, বিশেষ ভাবে উল্লেখযোগ্যগুলি হল,-
১) সাধারণ আপেক্ষিকতা
২) বিশেষ আপেক্ষিকতা
৩) ব্রাউনীয় গতি
৪) আলোক তড়িৎ ক্রিয়া
৫) তরঙ্গ-কণা দ্বৈততা
৬) ভর-শক্তি সমতুল্যতা
৭) আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ
৮) একীভূত ক্ষেত্র তত্ত্ব
৯) বসু-আইনস্টাইন পরিসংখ্যান
১০) ইপিআর প্যারাডক্স
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন