শুক্রবার, ১৬ জুলাই, ২০১০

সি-স্কেপ (Seascape)

কোন এক বিশুষ্ক আষাঢ়ের দিনে সমুদ্রের কাছে গিয়েছিলাম, দুচোখের তৃষ্ণা মেটাবার আশা নিয়ে। কিন্তু সেই রোদজ্বলা মেঘ মাখা আকাশ গায়ে জড়িয়ে, সমুদ্র এমন বেশে আমার সামনে দাঁড়াল যে আমার সে তৃষ্ণা যেন আরও সহস্রগুণ হয়ে দেখা দিল। বুকফাটা তৃষ্ণায় দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে তুলে ফেলেছিলাম একগুচ্ছ এলোমেলো ছবি, যাদের না আছে এক্সপোজারের ঠিক, না আছে কম্পোজিশনের মাথামুণ্ডু। তবুও ডিজিটাল ক্যামেরার বুদ্ধিবৃত্তির গুণে, নাকি আমার কপালগুণে, কিছু একটা যেন হয়ে উঠল এরা। কোনটা অদ্ভুত, কোনটা কিম্ভূত, আবার কোনটা বা কিছুই না অথবা বিমূর্ত। আর মেলা বকে লাভ নেই, ব্লগের পাঠককুল দেখুন... ইচ্ছা হলে যা খুশি অর্থ বার করুন... না হলে... কিন্তু করজোড়ে মিনতি করছি, আমাকে যেন আবার এসব ছবির ক্যাপশন লাগাতে বলবেন না।



















1 টি মন্তব্য:

মেঘ বলেছেন...

আহ্ প্রাণ জুড়িয়ে গেলো।