সোমবার, ১২ এপ্রিল, ২০১০

সুকুমার রায়কে নিয়ে সত্যজিত রায়ের তোলা তথ্যচিত্র

বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিত রায়, তাঁর বাবা সুকুমার রায়ের জন্মশতবার্ষিকীতে একটি তথ্যচিত্র নির্মাণ করেন, যাতে তিনি তুলে ধরেন সুকুমার রায়ের সংক্ষিপ্ত কিন্তু বৈচিত্র্যময় জীবন ও বহুমুখী প্রতিভার নানা দিক। তিরিশ মিনিট দৈর্ঘ্যের এই রঙিন তথ্যচিত্রটি মুক্তি পায় ১৯৮৭ সালে। ছবিটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যটিও সত্যজিত রায়ের নিজের হাতে করা। ছবিটিতে ভাষ্য পাঠ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর সঙ্গীত পরিচালনা যথারীতি সত্যজিত রায়ের নিজেরই। পর্দায় সুকুমার রায়ের রচিত বিভিন্ন নাটক ও সাহিত্যের চিত্ররূপে, বিভিন্ন চরিত্রের ভূমিকায় উপস্থিত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, সন্তোষ দত্ত, তপেন চট্টোপাধ্যায় প্রমূখ খ্যাতনামা অভিনেতারা। সিনেমাটোগ্রাফার ছিলেন বরুন রাহা, শিল্প নির্দেশনায় ছিলেন অশোক বসু, শব্দগ্রহণ করেন সুজিত সরকার এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন দুলাল দত্ত। সিনেমাটির প্রযোজনা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার। তথ্যচিত্রটি মুক্তি পাওয়ার পর সরকারি উদ্যোগে এটিকে বিভিন্ন স্কুল ও কলেজে বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল।

তথ্যসূত্রঃ  http://www.satyajitray.org/films/sukumarray.htm

তথ্যচিত্রটি ইউটিউব থেকে সরাসরি দেখতে পারেন, নিচের ভিডিও প্লেয়ারে।

1 টি মন্তব্য:

অপর্ণা হাওলাদার (Aparna Howlader) বলেছেন...

এই ডকুমেন্টারির কথা জানতাম না । আপনাকে অনেক ধন্যবাদ শেয়ারের জন্য ।

ভালো থাকবেন ।